নতুন ৮ ওষুধ উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73043-নতুন_৮_ওষুধ_উদ্বোধন_করল_ইরান
ইরান আটটি নতুন ওষুধ উদ্বোধন করেছে। ইরানের রাজধানী তেহরানে মাদকাসক্তি নিরাময় জ্ঞান বিষয়ক ১৩তম আন্তর্জাতিক সম্মেলনে এসব ওষুধ উন্মোচন করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০১৯ ১৭:০৪ Asia/Dhaka
  • ওষুধ উদ্বোধনের চিত্র
    ওষুধ উদ্বোধনের চিত্র

ইরান আটটি নতুন ওষুধ উদ্বোধন করেছে। ইরানের রাজধানী তেহরানে মাদকাসক্তি নিরাময় জ্ঞান বিষয়ক ১৩তম আন্তর্জাতিক সম্মেলনে এসব ওষুধ উন্মোচন করা হয়।

ইরানের জাতীয় খাদ্য ও ওষুধ সংস্থার ওষুধ বিষয়ক মহাপরিচালক মেহের আলিয়ান বলেছেন, 'তামেদ' কোম্পানি এসব ওষুধ তৈরি করেছে। আটটি ওষুধের মধ্যে তিনটি হচ্ছে মাদকাসক্তি নিরাময় সংক্রান্ত। এর একটি হচ্ছে মেটাডোন।

গত বুধবার থেকে তেহরানে মাদকাসক্তি নিরাময় জ্ঞান সংক্রান্ত ১৩তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে, আজ (শুক্রবার) তা শেষ হওয়ার কথা। 

ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান মাদকাসক্তি নিরাময়সহ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক তৎপরতা চালিয়ে আসছে।

মাদকাসক্তদের বহুমুখী, সমন্বিত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হয়। মাদকাসক্তদের ওষুধ খাওয়ানোর পাশাপাশি মনস্তাত্ত্বিক চিকিৎসারও প্রয়োজন দেখা দেয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।