‘আমেরিকার হিংস্র একমেরুকেন্দ্রীকতা বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা বর্তমানে বিশ্বে ‘হিংস্র একমেরুকেন্দ্রীকতা’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে যা বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। তিনি শুক্রবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
জারিফ বলেন, বর্তমানে আমেরিকা তার একমেরুকেন্দ্রীকতা নিয়ে আন্তর্জাতিক ব্যবস্থা ও অপরাপর দেশগুলোর জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার আগ্রাসী মনোভাবের সমালোচনা করে বলেন, বর্তমান মার্কিন সরকার সম্পূর্ণ ভিন্ন ধারার নীতিতে পরিচালিত হচ্ছে যা শুধু অন্যান্য দেশের জন্য নয় সেইসঙ্গে খোদ মার্কিন নাগরিকদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।
চীন ও হংকংয়ের ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপমূলক নীতির নিন্দা জানিয়ে ড. জাওয়াদ জারিফ বলেন, ইরান সব সময় যেকোনো বিরোধ মীমাংসায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের আহ্বান জানায় এবং বিশ্বাস করে বহিঃশক্তির হস্তক্ষেপে কোনো সংকটের সমাধান হয় না।
চীন বর্তমানে ঐতিহ্যবাহী সিল্ক রোডকে পুনরুজ্জীবন দেয়ার যে পরিকল্পনা হাতে নিয়েছে তাকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ঐতিহাসিকভাবে সব সময় সিল্ক রোডের অংশ ছিল এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারের ক্ষেত্রে এই মহাসড়ককে গুরুত্বপূর্ণ বলে মনে করে।#
পার্সটুডে/এমএমআই/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।