ফ্রান্সের সঙ্গে আলোচনায় শর্ত স্পষ্ট করলেন ইরান সরকারের মুখপাত্র
(last modified Mon, 02 Sep 2019 11:47:00 GMT )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৭:৪৭ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে তার দেশ ইউরোপের সমান তালে সামনে এগুবে। ইউরোপীয়রা এ সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করলে ইরানও তা শতভাগ মেনে চলবে।

তিনি আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এ সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ফ্রান্সের পক্ষ থেকে সর্বশেষ যে প্রস্তাব দেয়া হয়েছে তা পর্যালোচনা করে দেখছে তেহরান। এ সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির প্যারিস সফর অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

রাবিয়ি বলেন, আলোচনায় তেহরানের প্রধান শর্ত হচ্ছে ইরানের তেল রপ্তানির সুযোগ দেয়ার পাশাপাশি রপ্তানিলব্ধ অর্থ দেশে আনার সুযোগ দিতে হবে। ইরান সরকারের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতার কাঠামোর আওতায় তেহরানের এ শর্ত মেনে নিলে ইরান এ সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাস করার তৃতীয় দফা পদক্ষেপ থেকে সরে আসবে। কিন্তু ইউরোপ শর্ত মানতে অস্বীকৃতি জানালে বা মানতে অক্ষম হলে ইরান তৃতীয় দফা পদক্ষেপ নিতে বাধ্য হবে।  

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ বাড়িয়েছিল। আলী রাবিয়ি বলেছেন, ইরানের তৃতীয় দফা পদক্ষেপ হবে প্রথম দুই দফার চেয়ে মারাত্মক। আগামী ৬ সেপ্টেম্বরের আগে ইউরোপ তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে ইরান তৃতীয় দফা পদক্ষেপ নেবে বলে জানান ইরান সরকারের মুখপাত্র। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ