‘আপনি জানেন কি এই নেতানিয়াহু আমেরিকাকে আফগানিস্তানে ঠেলে দিয়েছিল’
https://parstoday.ir/bn/news/iran-i73550-আপনি_জানেন_কি_এই_নেতানিয়াহু_আমেরিকাকে_আফগানিস্তানে_ঠেলে_দিয়েছিল’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা স্মরণ করিয়ে দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ওয়াশিংটনকে আফগানিস্তানে আগ্রাসন চালাতে উসকানি দিয়েছিল। একইসঙ্গে ইরাক আগ্রাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেতানিয়াহু।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০৬:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা স্মরণ করিয়ে দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ওয়াশিংটনকে আফগানিস্তানে আগ্রাসন চালাতে উসকানি দিয়েছিল। একইসঙ্গে ইরাক আগ্রাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নেতানিয়াহু।

জারিফ মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “ট্রাম্প আপনি কি জানেন, এই নেতানিয়াহুই আমেরিকাকে আফগানিস্তানের চোরবালির দিকে ঠেলে দিয়েছিল? যে চোরাবালি থেকে এখন আপনি বের হওয়ার চেষ্টা করেও পারছেন না?”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় ২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন আগ্রাসনের আগে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে নেতানিয়াহুর এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও ক্লিপ তুলে ধরেন। সেখানে তিনি কথিত সন্ত্রাসী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে উসকানি দেয়ার চেষ্টা করেন।  নেতানিয়াহু সুস্পষ্ট ভাষায় বলেন, ইরাক থেকে সাদ্দাম সরকারকে উৎখাত করলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

নেতানিয়াহুর ওই বক্তব্যের পর ওই বছরই আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালায় এবং তার দুই বছর পর ২০০৩ সালে ইরাক দখল করে নেয়।

মার্কিন সরকার আফগানিস্তান থেকে তালেবান নির্মূলের ঘোষণা দিয়ে ২০০১ সালে আফগানিস্তান দখল করে।  কিন্তু মার্কিন বাহিনী গত ১৮ বছর ধরে আফগানিস্তানে অবস্থান করলেও তারা এখন পর্যন্ত তালেবানকে নির্মূল করতে পারেনি বরং এখন সেই তালেবানের সঙ্গে সমঝোতার মাধ্যমে আফগানিস্তান থেকে সম্মানজনক বিদায়ের পরিকল্পনা করেছে। অন্যদিকে ইরাকের সাদ্দাম সরকারের উৎখাতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণে বেড়ে গেছে এবং উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের উত্থান ঘটেছে।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।