সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটেনকে ইরান
(last modified Mon, 23 Sep 2019 15:01:28 GMT )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ২১:০১ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেহরানকে অভিযুক্ত করার বদলে ব্রিটেনের উচিত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা। সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরান জড়িত বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অভিযোগ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি একথা বলেছেন।

তিনি বলেন, ব্রিটিশ সরকারের উচিত ইরানের বিরুদ্ধে ব্যর্থ প্রচেষ্টা বাদ দিয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। রিয়াদ সরকারের কাছে লন্ডন প্রাণঘাতী নানা ধরনের অস্ত্র বিক্রি করছে যা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের নিরপরাধ জনগণকে হত্যার কাজে ব্যবহার করছে সৌদি আরব।

আজ (সোমবার) দিনের প্রথমভাগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গত সপ্তাহে সৌদি আরবের আরামকো স্থাপনায় যে হামলা হয়েছে তার পেছনে ইসলামি প্রজাতন্ত্র ইরান জড়িত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য লন্ডন থেকে নিউ ইর্য়কে যাওয়ার পথে বিমানের ভেতরে সাংবাদিকদের এসব কথা বলেন বরিস জনসন। তিনি বলেন, “আরামকো হামলার সঙ্গে ইরানের জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি। আমরা মনে করি এ ঘটনায় প্রকৃতপক্ষেই ইরান দায়ী।” এর আগে সৌদি আরব এবং আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরান কে দায়ী করে বক্তব্য দিয়েছে। তবে ইরান এ সমস্ত অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ