মার্কিন সরকার জাতিসংঘের সদরদপ্তরকে পণবন্দি করেছে: ইরান
(last modified Tue, 24 Sep 2019 00:55:16 GMT )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ০৬:৫৫ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

আমেরিকা নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদরদপ্তরকে পণবন্দি করেছে বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যোগদানের জন্য ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে দেরি করার পর এ মন্তব্য করলেন তিনি।

আলী রাবিয়ি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানিসহ ইরানি প্রতিনিধিদলকে ভিসা দিতে দেরি করে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করেছে আমেরিকা। তিনি বলেন, জাতিসংঘের সদরদপ্তরে ইরানি কূটনীতিকদের উপস্থিতি যে আমেরিকার জন্য কতটা কষ্টকর তা ওয়াশিংটনের এ আচরণের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেন প্রেসিডেন্ট রুহানি

ইরান সরকারের মুখপাত্র বলেন, আমেরিকার ইচ্ছার বিপরীতে প্রেসিডেন্ট রুহানি ইরানি জনগণের পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে নিউ ইয়র্কে গেছেন। এ সফরে তেহরান ওয়াশিংটনকে একথা বুঝিয়ে দেবে যে,  বিশ্বে ইরান কোণঠাসা হয়ে পড়েনি এবং কোনো দেশ ইরানকে কোণঠাসা করতে পারবে না।

ইরান-বিরোধী শক্তিগুলো প্রতিনিয়ত পরাজয়ের শিকার হচ্ছে জানিয়ে আলী রাবিয়ি বলেন, যদিও মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিন দিন কঠোর করছে কিন্তু তারপরও ইরান একা হয়ে পড়েনি এবং মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে অবরুদ্ধ করে ফলতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ