বিরোধ মীমাংসার বিষয়ে সৌদি যুবরাজের বক্তব্যকে স্বাগত জানাল ইরান
-
লারিজানি
ইরানের সঙ্গে বিরোধ মীমাংসার বিষয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন সেটাকে স্বাগত জানিয়েছেন সংসদ স্পিকার আলী লারিজানি। ইরানের সংসদ স্পিকার বলেন, তেহরান আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসাকে স্বাগত জানায়। আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান হতে পারে।
কাতারের আল-জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। লারিজানি বলেন, সৌদি আরবের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে।
তিনি আরও বরেন, আমরা পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গঠিত হবে পারস্য উপসাগরীয় সব দেশের অংশগ্রহণে।

ইয়েমেন সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমরা আনসারুল্লাহকে সব ধরণের যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরামর্শ দিচ্ছি এবং ইয়েমেনে যে কোনো ধরণের যুদ্ধবিরতি সৌদি আরবের জন্যও কল্যাণকর। আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা চাইলে প্রথমে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।