অপপ্রচার চালিয়ে ইরান-ইরাক সম্পর্ক নস্যাত করা যাবে না: মুখপাত্র
(last modified Mon, 07 Oct 2019 11:25:11 GMT )
অক্টোবর ০৭, ২০১৯ ১৭:২৫ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে তার দেশ। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, বিভিন্ন মহল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নস্যাত করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি এ ব্যাপারে সতর্ক থাকার জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান। রাবিয়ি বলেন, সকল প্রতিবেশী দেশের সঙ্গে বিশেষ করে পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা ইরানের সবচেয়ে বড় অগ্রাধিকার।

ইরাকে গত কয়েকদিন ধরে চলা সহিংসতার ব্যাপারে দুঃখ প্রকাশ করে ইরান সরকারের মুখপাত্র বলেন, প্রতিবেশী যেকোনো দেশে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হলে ইরানে তার প্রভাব পড়ে। তিনি ইরাকের চলমান সহিংসতা বন্ধে সকল পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।  ইরাকে তার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে রাবিয়ি বলেন, এ ধরনের ভুয়া ও বিষাক্ত প্রচারনা চালিয়ে ইরাক ও ইরানি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

তিনি শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে সমস্যা সমাধানের জন্য ইরাকি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের দাবিদাওয়া আদায়ের আন্দোলন করার সময় ইরাকি জনগণের উচিত তাদের দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্রের ব্যাপারেও সতর্ক থাকা।

ইরাকের বাগদাদ’সহ আরো কিছু প্রদেশে গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অপ্রতুল নাগরিক সুবিধা, বেকারত্ব বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মায়ান আল মুসাভি বলেছেন, ইরাকের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, গত কয়েক দিনের সহিংসতায় ১০৪ জন নিহত এবং ছয় হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ