শত্রুরা সব সময় ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টির পাঁয়তারা করেছে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i75325-শত্রুরা_সব_সময়_ইরানে_নিরাপত্তাহীনতা_সৃষ্টির_পাঁয়তারা_করেছে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা সব সময় তার দেশে বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির পাঁয়তারা করেছে। কিন্তু ৪০ বছর ধরে তারা ইরানের কোনো ক্ষতি করতে পারেনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ১৮, ২০১৯ ১০:০১ Asia/Dhaka
  • শত্রুরা সব সময় ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টির পাঁয়তারা করেছে: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুরা সব সময় তার দেশে বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির পাঁয়তারা করেছে। কিন্তু ৪০ বছর ধরে তারা ইরানের কোনো ক্ষতি করতে পারেনি।

ইরানে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী তেহরানসহ সারাদেশে যে বিক্ষিপ্ত বিক্ষোভ ও নাশকতামূলক তৎপরতা চালানো হয়েছে সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা আলেমদের উচ্চতর ডিগ্রি নেয়ার ক্লাসে পেট্রলের দাম বৃদ্ধি সম্পর্কে বলেন, সরকারের তিন বিভাগ শলাপরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে এর প্রতি তাঁর সমর্থন রয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, সরকারের যেকোনো সিদ্ধান্তে কিছু মানুষ উদ্বিগ্ন হবে, কেউ কেউ ক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক। কিন্তু নাশকতামূলক তৎপরতা কিংবা জ্বালাও পোড়াও সাধারণ মানুষের কাজ নয়; দুর্বৃত্তরা এসব কাজ করেছে।  

ইরানে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে শত্রুরা সব সময় তা থেকে ফায়দা লোটার চেষ্টা করেছে বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দেশপ্রেমিক কোনো মানুষ এমন ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হতে পারে না। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, বিক্ষোভ-প্রতিবাদ হতে পারে কিন্তু নিরাপত্তাহীনতা বিশ্বের যেকোনো দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। তিনি জনগণের জানমাল রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এ ছাড়া, পেট্রলের দাম বৃদ্ধির কারণে অন্যান্য জিনিসপত্রের দাম যাতে না বাড়ে সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য তিনি সরকারকে পরামর্শ দেন। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।