লন্ডন-ভিত্তিক ফার্সি ভাষার চ্যানেলগুলোর বিরুদ্ধে অভিযোগ জানাল ইরান
(last modified Sat, 23 Nov 2019 00:47:00 GMT )
নভেম্বর ২৩, ২০১৯ ০৬:৪৭ Asia/Dhaka
  • ফার্সি ভাষায় প্রচারিত তিনটি চ্যানেলর নাম উল্লেখ করে অফকমের কাছে অভিযোগ জানিয়েছেন হামিদ বায়িদিনেজাদ
    ফার্সি ভাষায় প্রচারিত তিনটি চ্যানেলর নাম উল্লেখ করে অফকমের কাছে অভিযোগ জানিয়েছেন হামিদ বায়িদিনেজাদ

ইরানের ইসলামি সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে লন্ডন থেকে প্রচারিত ফার্সি ভাষার টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তেহরান। লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ ব্রিটেনের রেডিও, টিভি ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ‘অফকম’র কাছে এ অভিযোগ জানিয়েছেন।

বায়িদিনেজাদ শুক্রবার এক টুইটার বার্তায় এ খবর জানিয়ে বলেছেন, তিনি ‘বিবিসি ফার্সি’, ‘ইরান ইন্টারন্যাশনাল’ ও ‘মানোতো’র মতো টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে চিঠি লিখে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বলেছেন, এসব চ্যানেল লন্ডনে বসে ইরান-বিরোধী প্রচারণা চালায়।

তিনি বলেন, বিশেষ করে তিনি চিঠিতে এসব চ্যানেলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। ইরানে গত ১৫ নভেম্বর জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগণ বিক্ষোভ শুরু করলে এসব চ্যানেল দেশব্যাপী সহিংসতা ও নাশকতা চালাতে ইরানি জনগণকে উসকানি দেয় বলে তিনি চিঠিতে অফকমকে জানান।

দুর্বৃত্তদের বিরুদ্ধে মিছিল করতে শুক্রবার জুমার নামাজের পর রাস্তায় নামেন হাজার হাজার নারী

ইরানে গত ১৫ নভেম্বর রাত থেকে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত দেশের বিভিন্ন শহরে বিধ্বংসী তৎপরতা চালায়। তারা জনগণের ঘরবাড়ি, দোকানপাট, ব্যাংক, হাসপাতাল ইত্যাদি স্থানে হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।এসব দুস্কৃতকারীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়।

অবশ্য ইরানের সাধারণ জনগণ অচিরেই বিদেশি মদদে পরিচালিত এসব সহিংসতাকারীর কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নেন এবং ১৯ নভেম্বর থেকে তারা নাশকতাকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরকারের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি গতকাল (শুক্রবার) জানিয়েছেন, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সহিংসতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন দেশের পরিস্থিতি শান্ত রয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ