ইরানের ভেতরে আরো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i75469-ইরানের_ভেতরে_আরো_অস্থিতিশীলতা_সৃষ্টির_চেষ্টা_চালাচ্ছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশের ভেতরে আরো অস্থিতিশীলতা সৃষ্টি চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তিনি বলেন, আমেরিকা সম্প্রতি যে হস্তক্ষেপমুলক তৎপরতা চালিয়েছে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে চিন্তা করছে তেহরান সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০১৯ ১৬:৫৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশের ভেতরে আরো অস্থিতিশীলতা সৃষ্টি চেষ্টা চালাচ্ছে আমেরিকা। তিনি বলেন, আমেরিকা সম্প্রতি যে হস্তক্ষেপমুলক তৎপরতা চালিয়েছে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে চিন্তা করছে তেহরান সরকার।

ইরানের এ মুখপাত্র বলেন, আমেরিকা সাম্প্রতিক সহিংসতায় মদদ দিয়েছে এবং ইরানের ভেতরে যে হস্তক্ষেপমূলক তৎপরতা চালিয়েছে তা কখনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না বরং ইরান একে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা হিসেবে দেখছে।

আব্বাস মুসাভি বলেন, ইরান সরকার সবসময় মনে করে যে, প্রতিবাদ করার অধিকার জনগণের আছে এবং এটি সংবিধান স্বীকৃত। সাম্প্রতিক বছরগুলোতে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন সময় রাজপথে বিক্ষোভ-প্রতিবাদ করেছেন। কিন্তু দাঙ্গাকারীদের তৎপরতা এবং সাধারণ মানুষের প্রতিবাদ এক জিনিস নয় বরং দুটি ভিন্ন বিষয়।

যেসব দেশ ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপমূলক তৎপরতা চালিয়েছে তাদেরকে দায় নিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে/এসআইবি/২৫