‌ঈসা (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের শুভেচ্ছা
(last modified Wed, 25 Dec 2019 11:59:27 GMT )
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৭:৫৯ Asia/Dhaka
  • ‌ঈসা (আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের শুভেচ্ছা

হজরত ঈসা (আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বোচ্চ নেতা তার বার্তায় বলেছেন, ঈসা (আ.)'র প্রতি মুসলমানরা যে সম্মান দেখান তা খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের চেয়ে কোনো অংশেই কম নয়।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, সংসদ স্পিকার আলী লারিজানি ও সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরিও আলাদাভাবে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা ইংরেজি নববর্ষ ২০২০ উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন।

২৫ ডিসেম্বর হচ্ছে সহৃদয় ও প্রশান্তির নবী হজরত ঈসা (আ.)'র পবিত্র জন্মদিন। তাঁর জন্মের ইতিহাস আল্লাহর মহান কুদরতের ক্ষুদ্র একটি নিদর্শন। ঈসা (আ.)'র মা ছিলেন হযরত মারিয়াম (সা. আ.)। হজরত মারিয়াম ছিলেন হযরত ইমরান (আ.) এর মেয়ে।#

পার্সটুডে/এসএ/২৫