ইসরাইলি আগ্রাসনে লেবাননের ক্ষতি ৮৫০ কোটি ডলার 
(last modified Fri, 15 Nov 2024 10:22:13 GMT )
নভেম্বর ১৫, ২০২৪ ১৬:২২ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসনে লেবাননের ক্ষতি ৮৫০ কোটি ডলার 

ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত লেবাননে সাড়ে আটশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। গত অক্টোবর মাস থেকে ইসরাইলের আগ্রাসন শুরুর পর এক প্রতিবেদনে এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে বিশ্ব ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনে সরাসরি ৫১০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এর বাইরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪০ কোটি ডলার। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পর্যটন, বাণিজ্য এবং হোটেল খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কৃষি খাতও ব্যাপকভাবে ক্ষতির শিকার। এ রিপোর্টে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে, ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুতই আরো অনেক বাড়তে পারে। 

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, প্রধানত দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনে প্রায় ১ লাখ ইউনিট আবাসন ধ্বংস হয়েছে। এর পাশাপাশি এক লাখ ৬৬ হাজার মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছেন। 

চলতি ২০২৪ অর্থবছরে লেবাননের জিডিপি বৃদ্ধির হার ৬.৬ ধরা হয়েছিল কিন্তু ইসরাইলি আগ্রাসনে তা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে বিশ্ব ব্যাংক ধারণা করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৫