সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০; তীব্র নিন্দা ইরানের
(last modified Sun, 29 Dec 2019 08:12:17 GMT )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে উগ্র সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। বর্বর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গতকাল (শনিবার) সংঘটিত ওই হামলায় ৯০ জন নিহত হওয়ার পাশাপাশি ১০০’র বেশি মানুষ আহত হয়েছে।

গতকাল শেষ বেলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে সন্ত্রাসী হামলার নিন্দা এবং হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। মোগাদিশুতে এটি ছিল গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলা।

রাজধানী মোগাদিশুর একটি নিরাপত্তা চেক পয়েন্টের কাছে ভিড়ের ভেতরে বিস্ফোরক ভর্তি ট্রাকে বিস্ফোরণ ঘটানো হয়। নিহতদের ভেতরে বহু ছাত্র, ১৭ জন পুলিশ এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। মোগাদিশুর বিভিন্ন সূত্র থেকে জানানো হচ্ছে যে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সন্ত্রাস হামলার পরের অবস্থা

হাসপাতাল সূত্র জানিয়েছে, ১০০’র বেশি আহত মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমালি সরকার এবং মোগাদিশুর মেয়র ওমর মোহাম্মদ এই হামলার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবকে দায়ী করেছেন। তবে কেন এই হামলা চালানো হয়েছে পুলিশ কিংবা কর্তৃপক্ষ তা বলতে পারছে না।

২০১১ সালে অভিযান চালিয়ে মোগাদিশু থেকে আশ-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীকে বহিষ্কার করা হয় কিন্তু তারপরেও রাজধানীর আশপাশের এলাকায় মাঝেমধ্যেই এ ধরনের হামলা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ