জেনারেল সুলাইমানির রক্তের বদলা নেয়া হবে: আইআরজিসি
(last modified Fri, 03 Jan 2020 10:03:10 GMT )
জানুয়ারি ০৩, ২০২০ ১৬:০৩ Asia/Dhaka
  • রামাজান শরিফ
    রামাজান শরিফ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ক্ষণিকের আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে।

মার্কিন হামলায় আইিআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি’র শাহাদাতের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আইআরজিসি’র মুখপাত্র আরও বলেছেন, আইআরজিসি, জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতিরোধ ফ্রন্ট জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেবে। তিনি বলেন, আজ থেকে আইআরজিসি ও প্রতিরোধ ফ্রন্টের নয়া অধ্যায়ের সূচনা হবে এবং  জেনারেল সোলাইমানির গড়ে তোলা যোগ্য ও সাহসী সংগ্রামীরা তার লক্ষ্য-আদর্শকে বাস্তবায়ন করবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও স্পষ্ট ভাষায় বলেছেন, মার্কিন হামলার চরম প্রতিশোধ নেওয়া হবে।

শহীদ কাসেম সুলাইমানি

আজ (শুক্রবার) ভোর একটায় ইরাকের বাগদাদ বিমান বন্দরের কাছে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় জেনারেল সুলাইমানি শাহাদৎবরণ করেছেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ