জেনারেল সোলাইমানির পরিবারের সঙ্গে দেখা করলেন সর্বোচ্চ নেতা
(last modified Fri, 03 Jan 2020 19:52:35 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ০১:৫২ Asia/Dhaka
  • জেনারেল সোলাইমানির পরিবারের সঙ্গে দেখা করলেন সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শুক্রবার রাতে শহীদ কাসেম সোলাইমানির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ও তাদেরকে সান্ত্বনা দিয়েছেন।

তিনি জেনারেল সোলাইমাইনির স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করে তাদের বলেন, জেনারেল সোলাইমানি এ পর্যন্ত বহু বার এমন অবস্থার মুখে পড়েছেন যে তখনও তিনি শহীদ হয়ে যেতে পারতেন। তিনি আল্লাহর পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুকেই পরোয়া করতেন না। 

তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানির জিহাদ ছিল অনেক বড় জিহাদ এবং আল্লাহও তাঁকে অনেক মর্যাদাপূর্ণ শাদাহাৎ দান করেছেন। সর্বোচ্চ নেতা বলেন, এটি আল্লাহর বড় নেয়ামত। তিনি এই নেয়ামতের যোগ্য ছিলেন। 

জেনারেল সোলাইমানির মেয়েকে উদ্দেশ্য করে সর্বোচ্চ নেতা বলেন, তোমার বাবার জন্য গোটা জাতি কাঁদছে। এটা হয়েছে ইখলাসের কারণে। জনগণ তোমার বাবার মর্যাদা উপলব্ধি করেছে। তাঁর মধ্যে ইখলাস ছিল বলেই আজ মানুষ এভাবে তার জন্য শোক পালন করছে।

ইরানের সর্বোচ্চ নেতা ছাড়াও প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও অন্যান্য শীর্ষ নেতা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছেন।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ