জেনারেল সোলাইমানির জানাজায় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা (ভিডিও)
(last modified Mon, 06 Jan 2020 12:10:35 GMT )
জানুয়ারি ০৬, ২০২০ ১৮:১০ Asia/Dhaka
  • ইমামতি করছেন সর্বোচ্চ নেতা
    ইমামতি করছেন সর্বোচ্চ নেতা

মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ জেনারেল কাসেম সোলাইমানিসহ ছয় শহীদের জানাযার নামাজ পড়াতে গিয়ে কান্না থামিয়ে রাখতে পারেন নি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তাঁর কান্নার শব্দে কেঁদে উঠেন জানাযার নামাজে অংশ নেয়া কোটি জনতা। যারা টিভিতে বসে সেই দৃশ্য দেখছিলেন তারাও চোখের পানি ধরে রাখতে পারেন নি। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে এভাবে আর কখনো কাঁদতে দেখা যায় নি। 

আজ (সোমবার) তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদদের জানাযার নামাজে ইমামতি করেন। তেহরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জানাযা নামাজ শুরু হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট, সংসদ স্পিকার ও বিচার বিভাগের প্রধানসহ সব শ্রেণীর কোটি মানুষ অংশ নেন। 

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন শহীদ হন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ