মহাকাশ কর্মসূচি ইরানের অকাট্য অধিকার: ফ্রান্সকে জানাল ইরান
(last modified Wed, 12 Feb 2020 00:29:07 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ০৬:২৯ Asia/Dhaka
  • জাফার উৎক্ষেপণের দৃশ্য
    জাফার উৎক্ষেপণের দৃশ্য

নিজের মহাকাশ কর্মসূচি সম্পর্কে ফ্রান্সের ‘হস্তক্ষেপমূলক’ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করার অধিকার ইরানের রয়েছে।

ইরান গত রোববার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম উপগ্রহ ‘জাফার’কে মহাকাশে পাঠায় এবং এ কাজে কৃত্রিম উপগ্রহ বাহক ‘সিমোর্গ’ ব্যবহার করা হয়।তবে নির্ধারিত কক্ষপথের কাছাকাছি পৌঁছানোর পর এটি কক্ষপথে স্থাপিত না হয়ে ভেঙে পড়ে।তবে এই ঘটনায় কয়েক হাজার কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা প্রমাণিত হয়।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে ইরানের ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে দাবি করে, ইরান আসলে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পাশাপাশি নিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তি বৃদ্ধি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী, পরমাণু অস্ত্র বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানোর অধিকার ইরানের নেই বলেও ওই মন্ত্রণালয় দাবি করে। বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত করছে।

ফ্রান্সের ওই বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি মঙ্গলবার তেহরানে বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার অধিকার ফ্রান্সের নেই। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা করার অকাট্য অধিকার ইরানের রয়েছে। এ ছাড়া, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে তৈরি করা হয়নি বলে এতে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হচ্ছে না।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।