ইরান ও বাংলাদেশের বাণিজ্য ১০ গুণ বাড়ানো সম্ভব: সাক্ষাৎকারে কমার্শিয়াল কাউন্সিলর
https://parstoday.ir/bn/news/iran-i77484-ইরান_ও_বাংলাদেশের_বাণিজ্য_১০_গুণ_বাড়ানো_সম্ভব_সাক্ষাৎকারে_কমার্শিয়াল_কাউন্সিলর
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। দূতাবাসের প্রতিনিধিদলে কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেনও ছিলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৭:৫৭ Asia/Dhaka
  • কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন
    কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। দূতাবাসের প্রতিনিধিদলে কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেনও ছিলেন।

তিনি রেডিও তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের বর্তমান অবস্থা এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক সোহেল আহম্মেদ।

মোহাম্মাদ সবুর হোসেনের আরেকটি পরিচয় হচ্ছে তিনি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা। ১৯৮০'র দশক থেকেই তিনি রেডিও তেহরান শুনে আসছেন। পুরো সাক্ষাৎকারটি শুনতে নিচে ক্লিক করুন।