অঙ্গিকার ভঙ্গ আর নিষেধাজ্ঞার ভাইরাস করোনার চেয়েও ভয়াবহ: আলী শামখানি
(last modified Sat, 07 Mar 2020 15:21:29 GMT )
মার্চ ০৭, ২০২০ ২১:২১ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন: নিষেধাজ্ঞা আর অঙ্গিকার ভঙ্গের ভাইরাস 'আন্তর্জাতিক নিরাপত্তার জন্য' করোনার চেয়েও ভয়াবহ।

এক টুইটার বার্তায় তিনি আজ বলেছেন: আমেরিকা ইরানে করোনা ভাইরাস প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। মার্কিন ওই দাবী পরমাণু সমঝোতার আইনি প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভিও ইতোপূর্বে বলেছিলেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে সাহায্য করার কথা বলেছে। কিন্তু এসবই রাজনৈতিক প্রচারণা এবং বিশ্ব জনমতকে ধোকা দেয়ার জন্য অহংকারের বহিপ্রকাশ।

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৯০টিরও বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।