ইরানে ওষুধ আমদানিতেও বাধা দিচ্ছে আমেরিকা: তেলমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i78123-ইরানে_ওষুধ_আমদানিতেও_বাধা_দিচ্ছে_আমেরিকা_তেলমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, মার্কিন সরকার একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। ওষুধ আমদানির ক্ষেত্রে ইরান কোনো সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে না বলে মার্কিন সরকারকে যে দাবি করছে তা মস্ত বড় মিথ্যা বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২০ ১৭:৫১ Asia/Dhaka
  • তেলমন্ত্রী
    তেলমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, মার্কিন সরকার একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। ওষুধ আমদানির ক্ষেত্রে ইরান কোনো সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে না বলে মার্কিন সরকারকে যে দাবি করছে তা মস্ত বড় মিথ্যা বলে তিনি মন্তব্য করেন।

ইরানের তেলমন্ত্রী বলেন, ইরানিরা বর্তমান কঠিন সময়ের কথা কখনো ভুলবে না। তিনি মার্কিন টিভি চ্যানেল ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, মার্কিন সরকার ইরানের তেল ও তেলজাত পণ্য,  আয়রন ও কপারসহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ওষুধ আমদানিতেও বাধা দিচ্ছে।

তিনি বলেন, ইরান এখন করোনা ভাইরাস মোকাবেলা করছে এবং একটি কঠিন সময় যাচ্ছে। এরপরও মার্কিন বিদ্বেষমূলক আচরণের অবসান ঘটছে না, তারা বর্তমান পরিস্থিতিতেও অন্যায় আচরণ অব্যাহত রেখেছে।

তেলমন্ত্রী বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে মার্কিন পদক্ষেপে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকা ইরানি জনগণের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা ভবিষ্যতে বিষয়টি আন্তর্জাতিক আদালতে উত্থাপন করব।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদের পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ শুরু করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতা কাম্য নয়।

তিনি বলেন, ইরানিরা যখন করোনাভাইরাসের কারণে প্রাণ হারাচ্ছে তখন এই ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় সম্পদ ধ্বংসের জন্য আমেরিকা ইরানের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা জোরদার করে চলেছে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।