করোনা মহামারির প্রেক্ষাপটে নববর্ষের ভাষণ বাতিল করলেন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i78132-করোনা_মহামারির_প্রেক্ষাপটে_নববর্ষের_ভাষণ_বাতিল_করলেন_সর্বোচ্চ_নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন। ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা (আ)-এর মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১০, ২০২০ ০১:২৭ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন। ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা (আ)-এর মাজার থেকে প্রতি নববর্ষে এ ভাষণ দেন তিনি।

ইরানে চলমান করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষের ভাষণ বাতিল করা হয়।

সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে।

করোনাভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলী ইরানের জনগণ যথাযথভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দফতর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।