বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা নিয়ে সৌদি দাবি নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78143-বুশেহর_পরমাণু_স্থাপনার_নিরাপত্তা_নিয়ে_সৌদি_দাবি_নাকচ_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, সৌদি আরবের দাবি বিভ্রান্তিমূলক। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সংস্থায় সৌদি আরব প্রযুক্তিগত বিষয়টিকে রাজনীতিকীকরণের চেষ্টা করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১০, ২০২০ ১৪:৫৭ Asia/Dhaka
  • বুশেহর পরমাণু স্থাপনা
    বুশেহর পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বুশেহর পরমাণু স্থাপনার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের দাবিকে নাকচ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, সৌদি আরবের দাবি বিভ্রান্তিমূলক। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সংস্থায় সৌদি আরব প্রযুক্তিগত বিষয়টিকে রাজনীতিকীকরণের চেষ্টা করেছে।

ইরানের বুশেহর পরমাণু স্থাপনা নিয়ে সৌদি আরব কী অভিযোগ করেছে তা বিস্তারিত উল্লেখ না করে গরিবাবাদি গতকাল (সোমবার) আইএইএ'র বোর্ড অব গভর্নরসের বৈঠকে বলেন, “সৌদি আরবের দাবি বাস্তবতা থেকে অনেক দূরে এবং চরম বিভ্রান্তিমূলক।”

সৌদি আরব এর আগে কয়েকবার দাবি করেছে, “ইরানের বুশেহর পরমাণু স্থাপনা থেকে পারস্য উপসাগরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য তা বিপদের কারণ হতে পারে। এতে সৌদি আরবের পানি, বায়ু এবং খাদ্য দূষিত হতে পারে।”

Image Caption

পরমাণু স্থাপনার নিরাপত্তার বিষয়টি গরিবাবাদি আবারো জোরালোভাবে নিশ্চিত করেন। তিনি বলেন, এ পরমাণু স্থাপনার জন্য আইএইএ থেকে ইরান প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে এবং এজন্য তিনি আন্তর্জাতিক সংস্থাটিকে ধন্যবাদ জানান। এছাড়া, নিয়মিতভাবে আইএইএ বুশেহর পরমাণু স্থাপনার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে বলেও তিনি জানান।

পারস্য উপসাগরের তীর থেকে বুশেহর পরমাণু স্থাপনাটি ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ইরান এ পরমাণু স্থাপনা থেকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১০