'ওষুধ আমদানিতে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রকাশ্য অপরাধযজ্ঞ'
https://parstoday.ir/bn/news/iran-i78386-'ওষুধ_আমদানিতে_ইরানের_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞা_প্রকাশ্য_অপরাধযজ্ঞ'
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, 'তার দেশের জন্য ওষুধ আমদানির ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির অপরাধযজ্ঞের স্পষ্ট দৃষ্টান্ত।'
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২০ ১৯:০০ Asia/Dhaka
  • গোলাম হোসেন ইসমাইলি
    গোলাম হোসেন ইসমাইলি

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, 'তার দেশের জন্য ওষুধ আমদানির ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির অপরাধযজ্ঞের স্পষ্ট দৃষ্টান্ত।'

তিনি গতকাল (মঙ্গলবার) এক ভিডিও কনফারেন্সে ইরানের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদীগুলো  শুধু যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তাই নয় একইসঙ্গে দেশটির জনগণের বিরুদ্ধেও তারা শত্রুতায় লিপ্ত রয়েছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র মার্কিন বেআইনি নিষেধাজ্ঞাকে ইউরোপের স্বীকৃতি দেয়া উচিত হবে না উল্লেখ করে বলেছেন, 'এখন এমন এক সময় উপস্থিত হয়েছে যখন ইউরোপকে মানবাধিকারের ব্যাপারে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে এবং ওষুধের ওপর মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে পদক্ষেপ নিতে হবে।'

ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক দফতরের উপপ্রধান সাইয়্যেদ মজিদ তাফরেশিও জেনেভায় মানবাধিকার পরিষদের ৪৩তম বৈঠকে মানবাধিকার বিষয়টিকে অন্য দেশের ওপর হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী যখন ভাইরাস ছড়িয়ে পড়েছে তখন ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে এবং আমেরিকার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বর্তমানে এ ভাইরাস ১৬০টির বেশি দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তাদের টার্গেট ইরানের সরকার কিন্তু আসলে এ দাবি সম্পূর্ণ মিথ্যা। কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের সাধারণ মানুষ। আমেরিকার এ পদক্ষেপের ফলে করোনা ভাইরাস মোকাবেলায় ইরানকে হিমশিম খেতে হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে নীরব দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয়া অনৈতিক কাজ এবং এর দুঃখজনক পরিণতি থেকে আগামীতে কেউ রেহাই পাবে না। তিনি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া সাক্ষাতেও বলেছেন, মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয়া এবং ভাইরাসের কারণে নিরীহ মানুষের প্রাণহানি ঠেকানো ইউরোপীয় ইউনিয়নের দায়িত্ব।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও ইরানের সরকার সর্বশক্তি দিয়ে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষার চেষ্টা করছে। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহসেন আব্দুল্লাহি বলেছেন, আন্তর্জাতিক অধিকার অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মানবতার বিরুদ্ধে অপরাধ। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৮