মার্চ ২০, ২০২০ ১৮:২৭ Asia/Dhaka
  • খুজেস্তানের সূর্যমুখী

ইরানের অন্যতম কৃষিকেন্দ্র হিসেবে বিবেচিত হয় খুজেস্তান।

সূর্যের দিকে মুখ করে থাকে বলেই এ ফুলের নাম হয়েছে সূর্যমুখী

অবারিত সূর্যালোক এবং উর্বর ভূমির কারণে এখানে বিকশিত হয় সূর্যমুখী। সূর্যের দিকে মুখ করে থাকে বলেই এ ফুলের নাম হয়েছে সূর্যমুখী। সূর্যমুখী ফুলের ফার্সি নামেও একই কথার ছাপ পাওয়া যাবে। ফার্সিতে একে  আফতাব গার্দানে বলা হয়।

সূর্যমুখীর এ সব ছবি তুলেছেন ইরানের তাসনিম বার্তাসংস্থার মিলাদ হামাদি।

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ