করোনার বিরুদ্ধে লড়াইয়ে জাতিগুলোর সর্বমুখী সহযোগিতা প্রয়োজন: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i78511-করোনার_বিরুদ্ধে_লড়াইয়ে_জাতিগুলোর_সর্বমুখী_সহযোগিতা_প্রয়োজন_রুহানি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সব দেশ ও জাতির মধ্যে নিবিড় সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি সোমবার তিউনিশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২০ ০৯:০৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট হাসান রুহানি- প্রেসিডেন্ট কায়েস সাঈদ
    প্রেসিডেন্ট হাসান রুহানি- প্রেসিডেন্ট কায়েস সাঈদ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের সব দেশ ও জাতির মধ্যে নিবিড় সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি সোমবার তিউনিশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কায়েস সাঈদের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

তিউনিশিয়ার জাতীয় দিবস উপলক্ষে কায়েস সাঈদকে অভিনন্দন জানিয়ে রুহানি বলেন, করোনাভাইরাসের হাত থেকে মানুষের জীবন রক্ষা করার জন্য আজ দেশগুলোর মধ্যে সর্বমুখী সহযোগিতার প্রয়োজন দেখা দিয়েছে।

এই কঠিন দিনগুলোতেও আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো জোরদার করেছে জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানে ওষুধ ও মানবিক ত্রাণ আসতে বাধা দেয়ার পাশাপাশি ব্যাংকিং লেনদেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা জাতিসংঘের আইন ও মানবীয় রীতিনীতির পরিপন্থি।  তিনি আমেরিকার এ নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইরানের একটি হাসপাতালে কর্মরত মেডিক্যাল কর্মী

ইরানের প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে তিউনিশিয়া আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিরুদ্ধে জনমত গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

টেলিফোনালাপে কায়েস সাঈদ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরানের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে বলেন, তার দেশ তেহরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতার বিস্তার ঘটাতে চায়। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।