করোনাভাইরাস শনাক্ত করার কিট বাজারে আনছে ইরানি কোম্পানি
https://parstoday.ir/bn/news/iran-i78572-করোনাভাইরাস_শনাক্ত_করার_কিট_বাজারে_আনছে_ইরানি_কোম্পানি
ইরানের একটি কোম্পানি করোনাভাইরাস শনাক্ত করার বা ডায়াগনস্টিক টেস্ট কিট দেশ-বিদেশের বাজারে ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে। করোনা রোগ শনাক্ত করার যেসব কিট আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় এটি সেসব কিটের সমমানের এবং এর দ্বারা মাত্র দু’ঘণ্টার মধ্যে নির্ভুলভাবে কোভিড-১৯ শনাক্ত করা যাবে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মার্চ ২৫, ২০২০ ২৩:৫৪ Asia/Dhaka
  • করোনাভাইরাস শনাক্ত করার কিট বাজারে আনছে ইরানি কোম্পানি

ইরানের একটি কোম্পানি করোনাভাইরাস শনাক্ত করার বা ডায়াগনস্টিক টেস্ট কিট দেশ-বিদেশের বাজারে ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে। করোনা রোগ শনাক্ত করার যেসব কিট আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় এটি সেসব কিটের সমমানের এবং এর দ্বারা মাত্র দু’ঘণ্টার মধ্যে নির্ভুলভাবে কোভিড-১৯ শনাক্ত করা যাবে।

পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস কোম্পানির ব্যবসা বিস্তার বিষয়ক ব্যবস্থাপক ওয়াহিদ ইউনেসি জানান, গত মাসের ১৯ তারিখে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই তার কোম্পানি এ কিট তৈরির কাজ শুরু করে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট সে সময়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন এবং তার এ আহ্বানে সাড়া দিয়ে পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস কোম্পানি এটি তৈরির কাজ শুরু করে।

ইরানে করোনা বিরোধী তৎপরতা চলছে

ইউনেসি জানান, তার কোম্পানির প্রতি সপ্তাহে ৮০ হাজার কিট ইরানের অনুমোদিত ল্যাবগুলোতে সরবরাহ করার সক্ষমতা রয়েছে। ইতোমধ্যে তারা ইরানের ১০০টি ল্যাবে ১০ হাজার কিট সরবরাহ করেছেন। তাছাড়া, আগামি এক মাসের মধ্যে ৪ লাখ কিট সরবরাহ করার প্রস্তুতিও তাদের আছে।

এই কিট আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ও কথা বলেন ওয়াহিদ ইউনেসি। তিনি জানান, ইরানের চাহিদা পূরণের পরে তাদের তৈরি কিট বিদেশে রফতানি করা শুরু করবে। এরইমধ্যে প্রায় ২০টি দেশ এ কিট কেনার জন্য ক্রয়াদেশও দিয়েছে বলে জানান তিনি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন