কৃষিজাত পণ্য রপ্তানি করে ইরান প্রায় ৬০০ কোটি ডলার আয় করেছে
https://parstoday.ir/bn/news/iran-i79438-কৃষিজাত_পণ্য_রপ্তানি_করে_ইরান_প্রায়_৬০০_কোটি_ডলার_আয়_করেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফারসি বছরে ইরান কৃষিজাত পণ্য রপ্তানি করে ৫৮০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে। মার্চ মাসে ইরানি ফার্সি বছর শেষ হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ২১:৪৯ Asia/Dhaka
  • কৃষিজাত পণ্য রপ্তানি করে ইরান প্রায় ৬০০ কোটি ডলার আয় করেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফারসি বছরে ইরান কৃষিজাত পণ্য রপ্তানি করে ৫৮০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে। মার্চ মাসে ইরানি ফার্সি বছর শেষ হয়।

আজ (মঙ্গলবার) ইরানের উপ কৃষিমন্ত্রী জানান, গত বছরে ইরান ৭.১০৪ মিলিয়ন মেট্রিক টন কৃষিজাত পণ্য রপ্তানি করেছে যা থেকে আয় হয়েছে ৫৮১ কোটি ২০ লাখ ডলার

শাহরুখ হাজারী জানান, ইরান থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পেস্তা। এরপরেই রয়েছে আপেল, টমেটো ও তরমুজ। ইরানি মন্ত্রী বলেন, ফল জাতীয় পণ্য রপ্তানি করা হয়েছে ১.৯৪ মিলিয়ন টন। এছাড়া, ইরান থেকে পোল্ট্রি ও গবাদি পশু রপ্তানির পরিমাণ পাচ লাখ ৬৮ হাজার টনে গিয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সামুদ্রিক পণ্য রপ্তানি করা হয়েছে এক লাখ ২৭ হাজার টন।

অন্যদিকে, ইরান বিদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করেছে ৬.৯৪২১ মিলিয়ন টন যার পোছনে খরচ হয়েছে ৬.৯৩২ বিলিয়ন ডলার। তিনি জানান, ইরান বেশি আমদানি করেছে ভূট্টা যা দিয়ে পশু খাদ্য তৈরি হয়।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।