হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করলো জার্মানি; ইরানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i79500-হিজবুল্লাহকে_কালো_তালিকাভুক্ত_করলো_জার্মানি_ইরানের_হুঁশিয়ারি
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইহুদিবাদী ইসরাইল। জার্মান সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০১, ২০২০ ০৯:৪৩ Asia/Dhaka
  • হিজবুল্লার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জার্মান পুলিশ
    হিজবুল্লার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জার্মান পুলিশ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে ইহুদিবাদী ইসরাইল। জার্মান সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তেহরান বলেছে, হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে। এ অবস্থায় জার্মানির সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হবে তার পরিণতি বার্লিনকে ভোগ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

গতরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের বাস্তবতা বিবেচনা না করে ইউরোপের কিছু দেশ তাদের নীতি প্রণয়ন করছে। আব্বাস মুসাভি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার স্বার্থ রক্ষার জন্যই জার্মান সরকার হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। জার্মান সরকারের এ সিদ্ধান্তকে তেহরান চরম অদূরদর্শী বলে সমালোচনা করেন।

গতকাল দিনের প্রথম দিকে বার্লিন সরকার হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে এবং জার্মানিতে এ সংগঠনের যেকোনো তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া, হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে এমন যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেয় জার্মান সরকার।#

পার্সটুডে/এসআইবি/১