জার্মানি সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থনের মুখোশ খুলে ফেলেছে: ইরান
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, জার্মান সরকার সন্ত্রাসবাদের প্রতি নিজের সমর্থনের মুখোশ খুলে ফেলেছে। জার্মানি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার পর এ সম্পর্কে ইরানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলী শামখানি এ মন্তব্য করেন।
তিনি জার্মান সরকারের এ বিদ্বেষী পদক্ষেপের নিন্দা জানিয়ে আজ (শনিবার) এক টুইটার বার্তায় লিখেছেন, (ইরাকের সাবেক স্বৈরশাসক) সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্র বিক্রিকারী দেশগুলো এখন মানবাধিকারের রক্ষক সেজেছে। তারা আসলে তাদের শিশু হত্যাকারী বন্ধুর (ইহুদিবাদী ইসরাইল) ভয়ে হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে।

কয়েক বছর আগে ইরাক ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে হিজবুল্লাহর অবদানের কথা স্মরণ করে ইরানের সর্বোচ্চ এ নিরাপত্তা কর্মকর্তা বলেন, হিজবুল্লাহর মতো প্রতিরোধ আন্দোলনের বীরোচিত অবদানের কারণে দায়েশ ইউরোপে পৌঁছাতে পারেনি।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে খুশি করার লক্ষ্যে লেবাননের হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার পাশাপাশি জার্মানিতে এই সংগঠনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে। সিরিয়া ও ইরাকে আমেরিকার লেলিয়ে দেয়া জঙ্গি গোষ্ঠী দায়েশ দমনে হিজবুল্লাহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করার পর থেকে এটিকে নিষিদ্ধ করার জন্য ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ বৃদ্ধি করেছিল আমেরিকা।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।