অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালে পরমাণু সমঝোতার মৃত্যু ঘটবে: ইরান
(last modified Sun, 03 May 2020 10:46:54 GMT )
মে ০৩, ২০২০ ১৬:৪৬ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র
    ইরানের ক্ষেপণাস্ত্র

ইসলামি প্রজাতন্ত্র ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় তাহলে পরমাণু সমঝোতার চিরদিনের জন্য মৃত্যু ঘটবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এক টুইটার পোস্টে আজ (রোববার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মার্কিন সরকার সম্প্রতি ইরান-বিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য জোর তৎপরতা শুরু করেছে। এর জবাবে আলী শামখানি এই বক্তব্য দিলেন। আগামী অক্টোবর মাসে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

আলী শামখানি

টুইটার পোস্টে আলী শামখানি বলেন, নিষেধাজ্ঞার ভাইরাস হচ্ছে আমেরিকার ডুবন্ত বলদর্পিতা থেকে বেঁচে থাকার হাতিয়ার। ইরানের কর্মকর্তা ইউরোপের ব্যাপারেও কথা বলেছেন। তিনি জানতে চেয়েছেন অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে তাদের অবস্থান কী হবে; তারা কি সম্মান এবং মর্যাদা নিয়ে থাকবে নাকি আমেরিকার বলদর্পিতার মুখে আত্মসমর্পণ করে অপমান বরণ করে নেবে।

২০০৬/২০০৭ সালে পরমাণু অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।#

পার্সটুডে/এসআইবি/৩