ইরানে ত্রাণ তৎপরতায় নেমেছে রেড ক্রিসেন্ট এবং মোহাম্মদ রাসুলাল্লাহ (সা) বাহিনী
(last modified Sun, 03 May 2020 13:39:34 GMT )
মে ০৩, ২০২০ ১৯:৩৯ Asia/Dhaka
  • ইরানে ত্রাণ তৎপরতায় নেমেছে রেড ক্রিসেন্ট এবং মোহাম্মদ রাসুলাল্লাহ (সা) বাহিনী

ইরানে পবিত্র রমজান মাসে অভাবী এবং রোগীদের ত্রাণ দিচ্ছে রেড ক্রিসেন্ট এবং মোহাম্মদ রাসুলাল্লাহ (সা) বাহিনী। ক্যান্সার আক্রান্ত ও বিশেষ রোগগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রীসহ নিত্য-পণ্য বিলিয়ে দেয়া হচ্ছে।

কেরমানশাহের ত্রাণ আয়োজন

তেহরানে ত্রাণ বণ্টনের আয়োজন করা হয় আজাদি স্টেডিয়ামের একটি অংশে। এতে  উপস্থিত ছিলেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান করিম হিম্মাতিএবং মোহাম্মদ রাসুলাল্লাহ (সা) বাহিনীর প্রধান মোহাম্মদ রেজা ইয়াজদি। কেরমানশাহেও অনুরূপ পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে কেরমানশাহের অনুষ্ঠান আয়োজন করেছে নবী আকরাম(সা) বাহিনী।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার আলোকচিত্রী  ওয়াহিদ আহম্মদি এবং ফারজাদ মেনাতির ক্যামেরায় উঠে এসেছে দুই অনুষ্ঠানের দৃশ্য।

পার্সটুডে/মূসা রেজা/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ