ইরাকের নয়া প্রধানমন্ত্রী কাজেমিকে ইরানের শুভেচ্ছা ও অভিনন্দন
https://parstoday.ir/bn/news/iran-i79675-ইরাকের_নয়া_প্রধানমন্ত্রী_কাজেমিকে_ইরানের_শুভেচ্ছা_ও_অভিনন্দন
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় বলেছেন, 'ইরাকে সরকার গঠনে সফল হওয়ায় প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি, তার মন্ত্রিসভা, সংসদ এবং সবার আগে সেদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।'
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২০ ১৭:৫৩ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় বলেছেন, 'ইরাকে সরকার গঠনে সফল হওয়ায় প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি, তার মন্ত্রিসভা, সংসদ এবং সবার আগে সেদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।'

ইরান সব সময় ইরাকি জনগণ ও সরকারের পাশে ছিল ও ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানান।

ইরাকের স্থানীয় সময় বুধবার মধ্যরাতে সংসদের আস্থাভোটে জয়লাভ করে মোস্তফা আল কাজেমি। সংসদ অধিবেশনে ৩২৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৩৩ জন মোস্তফা কাজেমির মন্ত্রিসভাকে ভোট দিয়েছেন।

নয়া প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি

২০১৯ সালের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হলেও শেষ পর্যন্ত তারা আস্থাভোটে পরাজিত হন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় শলাপরামর্শের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।