করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমেছে
(last modified Fri, 08 May 2020 10:23:04 GMT )
মে ০৮, ২০২০ ১৬:২৩ Asia/Dhaka
  • ডা. জাহানপুর
    ডা. জাহানপুর

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ৬৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন এক হাজার ৫৫৬ জন। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৪৮৫।

কিয়ানুশ জাহানপুর আরও জানিয়েছেন, এ পর্যন্ত ইরানে এক লাখ চার হাজার ৬৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৩ হাজার ৮৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৫৪১ জন। 
গত ১৯ ফেব্রুয়ারি ইরানে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এরপরই জানানো হয় দুই জন মারা গেছেন।

সারা বিশ্বে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত দুই লাখ ৭১ হাজার। # 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ