আফগান নাগরিকদের নির্যাতন করার অভিযোগ সত্য নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79813
ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিকের নিহতের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীরা জড়িত রয়েছে বলে কিছু সংবাদ মাধ্যম যে অভিযোগ করছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানে আশ্রয় নেয়া লাখ লাখ আফগান শরণার্থীদের গত ৪০ বছর ধরে সেসব সেবা এবং মানবিক সহায়ত দেয়া হচ্ছে সেদিকে বরং দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১২, ২০২০ ১৫:৩৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরান-আফগান সীমান্তে কিছু আফগান নাগরিকের নিহতের ঘটনায় ইরানি সীমান্তরক্ষীরা জড়িত রয়েছে বলে কিছু সংবাদ মাধ্যম যে অভিযোগ করছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানে আশ্রয় নেয়া লাখ লাখ আফগান শরণার্থীদের গত ৪০ বছর ধরে সেসব সেবা এবং মানবিক সহায়ত দেয়া হচ্ছে সেদিকে বরং দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

চলতি মাসের শুরুতে আফগানিস্তানের হেরাত প্রদেশের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করার সময় অন্তত ৫৭ জন আফগান নাগরিককে নির্যাতন করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে কিছু সংবাদ মাধ্যমে যে খবর এসেছে সে বিষয়ে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি গতকাল (সোমবার) নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।

আফগানিস্তানের দুইজন আইনপ্রণেতা ঘটনার বিষয়ে তদন্ত চালিয়ে বলেন, দেশটির হেরাত প্রদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করার সময় গত ১ মে অন্তত ৪৫ আফগান নাগরিক হারিরুদ নদীতে ডুবে মারা গেছে।  

হারিরুদ নদী (ফাইল ছবি)

মুসাভি বলেন, যদিও এ ঘটনায় জড়িত না থাকার বিষয়ে ইরানের সীমান্তরক্ষীদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে সে ব্যাপারে তেহরানের পূর্ণ আস্থা রয়েছে তারপরও এই মর্মান্তিক ঘটনার বিষয়ে ইরান তৎক্ষণাৎ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চালিয়েছে। তিনি বলেন, এ বিষয়ে একটি সার্বিক পর্যালোচনার জন্য গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র, গোয়েন্দা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির পাশাপাশি পুলিশ এবং সেনাবাহিনীর হাই কমান্ডের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।   

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডের কাছ থেকে পাওয়া নিশ্চিত প্রতিবেদনের কথা উল্লেখ করে মুখপাত্র মুসাভি বলেন, ওই দিন এবং ঘটনার স্থানে ইরানের সীমান্তরক্ষী বাহিনী এবং আফগান নাগরিকদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তার অর্থ হচ্ছে আফগান নাগরিকদেরকে বন্দিশিবিরে স্থানান্তর করা এবং তাদের ওপর অমানবিক নির্যাতনের বিষয়ে যেসব খবর বের হয়েছে তা নিরেট অসত্য। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দিন কোনো আফগান নাগরিক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের কোনো তথ্য নেই।#    

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।