ট্রাম্প-পম্পেও-হুক মার্কিন প্রশাসনের চরম অধঃপতন ঘটিয়েছে: ইরান
(last modified Fri, 15 May 2020 23:23:13 GMT )
মে ১৬, ২০২০ ০৫:২৩ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আমেরিকার বর্তমান প্রশাসনকে ‘অনির্ভরযোগ্য’, ‘অদক্ষ’ ও ‘অযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক- এই তিন ব্যক্তি মিলে মার্কিন প্রশাসনের চরম অধঃপতন ঘটিয়েছেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, এই তিন ব্যক্তি মিলে মার্কিন প্রশাসনকে এমন স্থানে নিয়ে গেছেন যে, আমেরিকার মিত্ররা এই প্রশাসনকে অনির্ভরযোগ্য মনে করে এবং আমেরিকার জন্য একে অদক্ষ ও অযোগ্য ভাবে। এ ছাড়া, আমেরিকার প্রতিদ্বন্দ্বীরা মার্কিন প্রশাসনকে হুমকি বলে মনে করে।

শামখানি তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া ওই বার্তায় আরো বলেন, হুমকি-ধমকি দেয়া ছাড়া আর কিছু করার যোগ্যতা এই ‘অযোগ্য ও মাথা মোটা’ প্রশাসনের নেই।

ইংরেজিতে আলী শামখানির টুইটার পোস্ট

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এদিকে ওই সমঝোতার ভিত্তিতে শিগগিরই ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার প্রত্যাহার হয়ে যাওয়ার যে কথা রয়েছে তাতে হস্তক্ষেপের চেষ্টা করছে আমেরিকা।

মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন যেকোনো উপায়ে এই নিষেধাজ্ঞা বহাল রাখবে। তবে আমেরিকার এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।