‘ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করতে কারো অনুমতি নেবে না ইরান’
(last modified Sat, 16 May 2020 23:20:06 GMT )
মে ১৭, ২০২০ ০৫:২০ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরান বলেছে, বিশ্বের দু’টি স্বাধীন দেশ ইরান ও ভেনিজুয়েলার মধ্যে ব্যবসা-বাণিজ্য পুরোদমে চলবে এবং এ বিষয়ে কারো নাক গলানোর প্রয়োজন নেই। ইরানের একটি তেলবাহী ট্যাংকার ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করেছে তেহরান।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি শনিবার তেহরানে এক অনুষ্ঠানে এ সম্পর্কে আরো বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম অনুযায়ী ইরান থেকে ভেনিজুয়েলায় পণ্য যাবে এবং সেদেশ থেকে ইরানে পণ্য আসবে এটাই স্বাভাবিক। এই বাণিজ্য করতে কারো অনুমতি নেবে না তেহরান।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স খবর দেয় ইরানের একটি তেলবাহী জাহাজ সুয়েজ খাল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে এবং এটির গন্তব্য ভেনিজুয়েলা। এর আগে মার্কিন সরকারের ভেনিজুয়েলা বিষয়ক বিশেষ প্রতিনিধি এলিয়ট অ্যাবরামস দাবি করেন, ভেনিজুয়েলায় ইরানি বিমানের আনাগোনা বেড়ে গেছে। এসব বিমানে করে ভেনিজুয়েলার তেল খাতের জন্য সরঞ্জাম যাচ্ছে এবং এর বিনিময়ে টনকে টন স্বর্ণ নিয়ে বিমানগুলো তেহরানে ফিরে যাচ্ছে।

অ্যাবরামসের ওই দাবি নাকচ করে দিয়ে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, আমেরিকা এ ধরনের অভিযোগ উত্থাপন করে ভেনিজুয়েলার তেল শোধনাগারগুলোর পুনর্নির্মাণের কাজ বাধাগ্রস্ত করতে চায়।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ