মাহান এয়ারের বিরুদ্ধে আবারো বাগড়ম্বর করলেন মাইক পম্পেও
(last modified Tue, 19 May 2020 23:32:30 GMT )
মে ২০, ২০২০ ০৫:৩২ Asia/Dhaka
  • মাহান এয়ারের বিরুদ্ধে আবারো বাগড়ম্বর করলেন মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারো ইরানের বিমান পরিবহন সংস্থা মাহান এয়ারের বিরুদ্ধে বাগাড়ম্বর করেছেন।এই এয়ারলাইন্সের সঙ্গে সহযোগিতার অভিযোগে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর পম্পেও তার ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মাহান এয়ার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদদ যোগাচ্ছে। মাহান এয়ারকে অবতরণ করতে দেয়া দেশগুলির সংখ্যা কমতে শুরু করেছে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, হাতে গোনা যে কয়েকটি দেশ এখনো মাহান এয়ারকে অবতরণের অনুমতি দেয় সেগুলোর মধ্যে চীন অন্যতম।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

চীনের এই সহযোগিতার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাহান এয়ারের বিরুদ্ধে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে সহযোগিতা করারও অভিযোগ আনেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) চীনের ‘সাংহাই সেন্ট লজিস্টিক লিমিডেট’ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।ওই কোম্পানি চীনে মাহান এয়ারের পক্ষ হয়ে কাজ করত বলে নিষেধাজ্ঞার আদেশে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ