বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া ট্রাম্পের চিঠি ভুল সময়ের পণ্ডশ্রম: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80059
ইরান বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র মহাপরিচালককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন তা ভুল সময়ের পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (বুধবার) তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২১, ২০২০ ০৪:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরান বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র মহাপরিচালককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিঠি দিয়েছেন তা ভুল সময়ের পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (বুধবার) তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং বিশ্বের মানুষ যখন এমন একজন নেতা চায় যিনি জ্ঞান-বিজ্ঞানের ওপর ভিত্তি করে কথা বলবেন তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ডাব্লিউএইচও’র প্রধানকে যে চিঠি দিয়েছেন তাতে এই বিশ্ব সংস্থার পেশাদারিত্ব ও স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছেন। চীনের সঙ্গে কথিত সহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন, প্রয়োজনে তিনি স্থায়ীভাবে আমেরিকাকে ডাব্লিউএইচও থেকে বের করে নেবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোমকে লেখা এক চিঠিতে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, তার দেশ ডাব্লিউএইচও’কে আর্থিক অনুদান পুরোপুরি বন্ধ করে দিতে পারে।

তিনি এমন সময় আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন যখন এই রোগ নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসে শুধুমাত্র আমেরিকায় এ পর্যন্ত ৯৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। জ্ঞান-বিজ্ঞানের শীর্ষে থাকার দাবিদার আমেরিকা এখন পর্যন্ত এই প্রাণঘাতী রোগের কোনো চিকিৎসা আবিস্কার করতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।