‘পারস্য উপসাগরের নিরাপত্তা জোরদার করছে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i80253-পারস্য_উপসাগরের_নিরাপত্তা_জোরদার_করছে_ইরান’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পারস্য উপসাগরের সিকিউরিটি বেল্ট বিশেষ করে হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বেশি জোরদার করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৮, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, পারস্য উপসাগরের সিকিউরিটি বেল্ট বিশেষ করে হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে বেশি জোরদার করা হচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কাছে ১০০’র বেশি স্পিডবোট এবং ক্ষেপণাস্ত্রবাহী নৌযান হস্তান্তর অনুষ্ঠানে জেনারেল আমির হাতামি একথা বলেন।

তিনি বলেন, নতুন স্পিডবোট এবং অন্য যুদ্ধযানের শতকরা ৮০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এবং এগুলো নৌ যুদ্ধে অত্যন্ত উঁচুমানের। এসব যুদ্ধযান অত্যন্ত স্মার্ট, শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চগতিসম্পন্ন।

আজকে হস্তান্তর করা নৌযানগুলোর একটির নাম দেয়া হয়েছে জেনারেল কাসেম সোলাইমানি। অনুষ্ঠানে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।