তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
(last modified Wed, 10 Jun 2020 01:18:49 GMT )
জুন ১০, ২০২০ ০৭:১৮ Asia/Dhaka
  • আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে তেহরান
    আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে তেহরান

তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ইরান-তুরস্ক গ্যাস পাইপ লাইন দিয়ে আঙ্কারার কাছে বছরে এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে তেহরান। কিন্তু গত ৩১ মার্চ ওই পাইপলাইনে এক বিস্ফোরণের জের ধরে তুরস্ক গ্যাস আমদানি বন্ধ করে দেয়।

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে এ পর্যন্ত বহুবার এই পাইপলাইনে হামলা চালিয়েছে; তবে প্রতিবারই দ্রুত তা মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু এবার তুরস্কের পক্ষ থেকে পাইপলাইন মেরামতে অনাগ্রহ তেহরানকে বিস্মিত করেছে।

ইরানের গ্যাস সরবরাহকারী কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান মেহদি জামশিদি-দানা

ইরানের গ্যাস সরবরাহকারী কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান মেহদি জামশিদি-দানা গতকাল তেহরানে বলেছেন, ইরান ওই পাইপলাইন মেরামত করে দেয়ার যে প্রস্তাব দিয়েছে তাও রহস্যময় কারণে আঙ্কারা গ্রহণ করছে না।

তিনি বলেন, তুরস্ক আগামী মাস থেকে গ্যাস আমদানি শুরু না করলে ইরান বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেতে বাধ্য হবে। তবে দু’দেশের মধ্যকার ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঙ্কারার পেশাদারী মনোভাবের’ কারণে তেহরানকে সে কাজ করতে হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।