আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ সুস্পষ্ট বাড়াবাড়ি করছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80806-আমেরিকা_ও_তিন_ইউরোপীয়_দেশ_সুস্পষ্ট_বাড়াবাড়ি_করছে_ইরান
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র নির্বাহী পরিষদ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তাকে ‘অগঠনমূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ বিষয়টি নিয়ে সুস্পষ্ট বাড়াবাড়ি করছে এবং তারা রাজনৈতিক পাওনাদারের মতো আচরণ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২০ ০৬:০২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র নির্বাহী পরিষদ ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তাকে ‘অগঠনমূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ বিষয়টি নিয়ে সুস্পষ্ট বাড়াবাড়ি করছে এবং তারা রাজনৈতিক পাওনাদারের মতো আচরণ করছে।

তিনি শুক্রবার রাতে এক প্রতিক্রিয়ায় বলেন, পশ্চিমা দেশগুলো আইএইএ’কে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ইরান যখন এই সংস্থাকে ‘সর্বোচ্চ সহযোগিতা’ করছে তখন এ ধরনের প্রস্তাব তেহরানকে হতাশ করেছে।

মুসাভি বলেন, আইএইএ’র পক্ষ থেকে এমন কিছু দাবি জানানো হয়েছে যা এরকম একটি সংস্থার পক্ষ থেকে উত্থাপন করা উচিত নয় বরং আমেরিকার চাপের মুখে সংস্থাটি এ কাজ করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এই প্রস্তাব পাস করে আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতাকে সংকটের মুখে ঠেলে দেয়া হয়েছে এবং এর দায় এই প্রস্তাব অনুমোদনকারীদের নিতে হবে।

আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠক (ফাইল ছবি)

আইএইএ’র নির্বাহী পরিষদ গতকাল (শুক্রবার) চীন ও রাশিয়াসহ আরো কিছু দেশের বিরোধিতা সত্ত্বেও তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে উত্থাপিত ইরানবিরোধী একটি প্রস্তাব অনুমোদন করেছে।

গতকালের বৈঠকে অংশ নিয়ে কূটনীতিকদের অনেকেই জানিয়েছেন, পাস হওয়া প্রস্তাবে ইরানের এমন কিছু স্থাপনায় সংস্থার পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে যেগুলোতে প্রবেশের অধিকার এই সংস্থার নেই। ইহুদিবাদী ইসরাইলের বিকৃত কিছু তথ্যের উপর ভিত্তি করে এবং মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে মূলত এই প্রস্তাব পাস করেছে আইএইএ।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।