ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
-
মোহাম্মাদ হানিফ আতমার (বামে) ও আলী শামখানি
মার্কিন সরকার সারাবিশ্বে আগ্রাসী নীতি বাস্তবায়নের পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা। গতকাল (রোববার) তেহরান সফররত আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমারের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
তিনি বলেন, ইরান ও আফগানিস্তানের শত্রুরা প্রতিবেশী ভ্রাতৃপ্রতীম দু’টি দেশের মধ্যকার ঐক্য ও সংহতি নস্যাত করার ষড়যন্ত্র করছে।ইরানে অবৈধভাবে অনুপ্রবেশকারী কয়েকজন আফগান নাগরিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শামখানি বলেন, এই ঘটনায় ইরানের নিরাপত্তা বাহিনীর কোনো হাত না থাকা সত্ত্বেও আফগানিস্তানের কিছু কর্মকর্তা ও গণমাধ্যম কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই যেসব অভিযোগ করছে তা বিস্ময়কর ও দুঃখজনক।
তিনি বলেন, ইরান ৩০ লাখেরও বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং তাদের জন্য শিক্ষা ও চিকিৎসা’সহ সব ধরনের সুযোগ সুবিধা অবারিত করে দিয়েছে।
সাক্ষাতে হানিফ আতমার তার দেশের জনগণকে সহায়তা করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তৃতীয় কোনো পক্ষকে ইরান ও আফগানিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নস্যাতের সুযোগ দেয়া হবে না।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।