ইরানের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম কিছু পর্যটন আকর্ষণ
(last modified Sun, 28 Jun 2020 06:26:55 GMT )
জুন ২৮, ২০২০ ১২:২৬ Asia/Dhaka
  • কারখেহ বাঁধ, খুজিস্তান, ইরান।
    কারখেহ বাঁধ, খুজিস্তান, ইরান।

ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান। দেশটির শিল্প-ঐতিহ্য বিশ্বের অন্যতম প্রাচীন, সমৃদ্ধ ও সবচেয়ে প্রভাব বিস্তারকারী। এর আওতায় রয়েছে সাহিত্য, সঙ্গীত, স্থাপত্যকলা, চিত্রাঙ্কন, বুনন, মৃৎশিল্প, হস্তলিপিবিদ্যা, ধাতব ও পাথুরেকর্মসহ অসংখ্য শাখা।

জারিভার লেক, কুর্দিস্তান।

ইরানি শিল্পকলা একাধিক পর্যায়ের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে, যা ইরানের অদ্বিতীয় নান্দনিকতার প্রমাণ। এই পর্যায়সমূহ এলামাইট চোগা জানবিল থেকে শুরু করে মধ্যযুগীয় ও পার্সেপোলিসের হাখমেনীয় কারুশিল্প থেকে বিশাপুরের মোজাইক পর্যন্ত বিস্তৃত।

আব্বাসি হোটেল, ইস্ফাহান।

সুপ্রাচীন ইতিহাসের সাথে ইরানের নাম সবসময়ই অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশটির ঐতিহাসিক দর্শনীয় স্থান, পৌরাণিক কথা, আখ্যান যেকোনো পর্যটককে মুগ্ধ করে।

দাশত মিশান, হামেদান।

উত্তরপূর্ব শিরাজ প্রদেশের অসাধারণ প্রাচীন শহর পারসেপোলিস থেকে শুরু করে প্রাচীন মানববসতিসহ দেশটির সকল দর্শনীয় স্থান দেখে বিস্মিত হন পর্যটকেরা।  

এরাম গার্ডেন, শিরাজ।

ইরানের বিভিন্ন প্রাচীন শহরকে আধুনিকভাবে দৃষ্টিনন্দন রূপে রূপান্তর করা হয়েছে। এখানে এখনও অনেক প্রাচীন স্থান ও স্থাপনা রয়েছে যেগুলোকে তার অনন্য রূপে সংরক্ষণ করা হয়েছে।

মিনা গম্বুজ, তেহরান।

ইরানি স্থাপত্যে গঠনগত ও নান্দনিক ভিন্নতা রয়েছে। তাছাড়া ইরান আক্রমণকারী তথা গ্রিক থেকে শুরু করে আরব ও তুর্কিদের মধ্যে ইরানের স্থাপত্যের প্রভাব লক্ষণীয়।

জামকারান মসজিদ, কোম।

ইরানের মুনোমুগ্ধকর প্রকৃতি ও দেশটির বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে গড়ে উঠেছে বেশ কিছু সংখ্যক বিশেষ দর্শনীয় স্থান। আজ আমরা সংক্ষেপে ইরানের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম আকর্ষণগুলোর বর্ণনা তুলে ধরব। ইরান ভ্রমণে সেরা পছন্দ হিসেবে এগুলোকে বেছে নিতে পারেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ