বিদেশে আটকে পড়া অর্থ দেশে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i81447-বিদেশে_আটকে_পড়া_অর্থ_দেশে_আনতে_সর্বোচ্চ_প্রচেষ্টা_চলছে_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিদেশে আটকে পড়া তার দেশের অর্থ ইরানে ফেরত আনার জন্য সব পন্থা অবলম্বন করা হবে। এমনকি ইরানি জনগণের এই অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও আশ্রয় নেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২০ ০৫:৫৭ Asia/Dhaka
  • ইরানের সংসদের শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেন জারিফ (ডান থেকে দ্বিতীয়)
    ইরানের সংসদের শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিশনের বৈঠকে অংশগ্রহণ করেন জারিফ (ডান থেকে দ্বিতীয়)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিদেশে আটকে পড়া তার দেশের অর্থ ইরানে ফেরত আনার জন্য সব পন্থা অবলম্বন করা হবে। এমনকি ইরানি জনগণের এই অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও আশ্রয় নেয়া হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) ইরানের সংসদের শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিশনের বৈঠকে অংশগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে জব্দ হওয়া অর্থ কীভাবে দেশে আনা হবে এমন প্রশ্নের উত্তরে জারিফ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক বিদেশ জব্দ হওয়া অর্থ ফেরত আনার জন্য এ পর্যন্ত ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল বিক্রির টাকা দেশে আনা সম্ভব হচ্ছে না

তিনি বলেন, এসব প্রচেষ্টার ফল হিসেবে ওমান ও চীনের মতো কিছু দেশ ইরানের অর্থ ছাড় করার জন্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। জারিফ বলেন, আইনগতভাবে বিশ্বের কোনো দেশ ইরানের আটকে পড়া অর্থকে নিজের মনে করে নিয়ে নিতে পারবে না।

উদাহরণ হিসেবে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সরকার সেদেশে আটকে পড়া ইরানের অর্থ ছাড়ার জন্য নিজের প্রস্তুতির কথা ঘোষণা করলেও দাবি করছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল বিক্রির টাকা তেহরানে পাঠাতে পারছে না।তবে আটকের পড়া সব অর্থ দেশে আনার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।