ইরানের ৫৭ গবেষক দল করোনার ওষুধ তৈরির জন্য কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i81521-ইরানের_৫৭_গবেষক_দল_করোনার_ওষুধ_তৈরির_জন্য_কাজ_করছে_স্বাস্থ্যমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৭, ২০২০ ১৭:৪৫ Asia/Dhaka
  • নামাকি
    নামাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি।

তিনি আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে আবারও বলেছেন,  প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে।

এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের গবেষকরা এ সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণামূলক তৎপরতায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এর আগে ইরানের স্বাস্থ্যমন্ত্রী আরেক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান হচ্ছে ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ইরান ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সাঈদ নামাকি।

তিনি বলেন, ইরানের তরুণদের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ইরান মাত্র ৬০ দিনের মধ্যে করোনা প্রতিরোধের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।