সৌদি টিভি চ্যানেলের নির্লজ্জ আচরণের নিন্দা জানাল ইরান
(last modified Sat, 18 Jul 2020 23:41:14 GMT )
জুলাই ১৯, ২০২০ ০৫:৪১ Asia/Dhaka
  • 
লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ
    লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ

ইরানবিদ্বেষী প্রচারণা চালানোর জন্য প্রতিষ্ঠিত সৌদি টিভি চ্যানেল 'ইরান ইন্টারন্যাশনাল’ সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠীর টক-শো প্রচার করে চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে তেহরান।সৌদি অর্থে টেলিভিশন চ্যানেলটি লন্ডন থেকে প্রচারিত হয়।

লন্ডনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ এ সম্পর্কে তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “সৌদি চ্যানেল ইরান ইন্টারন্যালনাল সন্ত্রাসী গোষ্ঠী আল-আহওয়াজিয়া’র মুখপাত্রের বক্তব্য প্রচার করার পর এবার আরেক সন্ত্রাসী গোষ্ঠী মোনাফেকিনের টক-শো প্রচার করে চরম ধৃষ্টতা ও নির্লজ্জতার পরিচয় দিয়েছে। এই মোনাফেকিন গোষ্ঠী ইরানের হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার দায়ে অভিযুক্ত।” চ্যানেলটি সৌদি মালিকদের নির্দেশে মোনাফেকিন গোষ্ঠীর অনুষ্ঠান প্রচারিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে সশস্ত্র বাহিনীর সামরিক কুচকাওয়াজে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ওই হামলা পরিচালনাকারী সন্ত্রাসী গোষ্ঠী আল-আহওয়াজিয়া’র মুখপাত্রের বক্তব্য প্রচার করেছিল ইরান ইন্টারন্যাশনাল চ্যানেল। ওই বক্তব্যে আহওয়াজের সন্ত্রাসী হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছিল ও মুখপাত্র।

২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সামরিক কুচকাওয়াজে আসা দর্শনার্থীদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৫ জন শহীদ ও ৬০ ব্যক্তি আহত হয়। সৌদি আরব ও আমেরিকার পৃষ্ঠপোষকতায় পরিচালিত জঙ্গি গোষ্ঠী ‘আল-আহওয়াজিয়া’ ও ‘দায়েশ’ ওই হামলার দায়িত্ব স্বীকার করে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ