বিদেশিরা শুধু মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করতে চায়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81625-বিদেশিরা_শুধু_মধ্যপ্রাচ্যে_অস্ত্র_বিক্রি_করতে_চায়_ইরান
কুয়েতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বলেছে, বিদেশীরা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি কখনই বিবেচনায় নেয় না বরং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা। ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়ে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানোভস্কির সমালোচনার জবাবে ইরানি দূতাবাস এই বক্তব্য দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২০ ১৯:০৩ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা হচ্ছে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির বড় উৎস
    মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা হচ্ছে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির বড় উৎস

কুয়েতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস বলেছে, বিদেশীরা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি কখনই বিবেচনায় নেয় না বরং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা। ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়ে কুয়েতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানোভস্কির সমালোচনার জবাবে ইরানি দূতাবাস এই বক্তব্য দিয়েছে।

কুয়েত সিটিতে অবস্থিত তেহরানেন মিশন আঞ্চলিক নিরাপত্তা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেছে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতাই কেবল এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে পারে।

ইরানি দূতাবাস তাদের টুইটার পেইজে আরো বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ব্যাপারে যতটা সহানুভূতিশীল বাইরের কোনো দেশ তা নয়।

ওয়াশিংটনের হস্তক্ষেপকামী নীতির সমালোচনা করে ইরানি দূতাবাস বলেছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে যারা এ অঞ্চলে এসেছে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা এবং অর্থ হাতিয়ে নেয়া।#

পার্সটুডে/এসআইবি/২১