আমেরিকা দুর্বৃত্ত ও আইন লঙ্ঘনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i81658-আমেরিকা_দুর্বৃত্ত_ও_আইন_লঙ্ঘনকারী_রাষ্ট্রে_পরিণত_হয়েছে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা একটি দুর্বৃত্ত ও আইন লঙ্ঘনকারী দেশে পরিণত হয়েছে। তিনি গতকাল (বুধবার) রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৩, ২০২০ ০৬:০০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা একটি দুর্বৃত্ত ও আইন লঙ্ঘনকারী দেশে পরিণত হয়েছে। তিনি গতকাল (বুধবার) রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার ওপর আমেরিকার আধিপত্যের কথা স্বীকার করে জারিফ বলেন, বিশ্বের সামনে এখন দু’টি পথ খোলা রয়েছে; হয় আমেরিকার এই আধিপত্য মেনে নিতে হবে অথবা বিকল্প ভাবতে হবে। তিনি বলেন, বিশ্বের বহু দেশ বিকল্প পথ খোলার কথা ভাবছে এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা চলছে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ইরান কি কি পদক্ষেপ নিয়েছে এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান রিয়াদের সঙ্গে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আমেরিকার সঙ্গী হয়ে যুদ্ধ বাধিয়ে তা থেকে ফয়দা ঘরে তোলা এখন সৌদি আরবের স্বভাবে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জারিফ বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দিকে না হেঁটে সৌদি আরবের উচিত মধ্যপ্রাচ্যে যেসব দেশের সঙ্গে তাকে বাস করতে হয় সেসব দেশের সঙ্গে আলোচনায় বসা। #

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।