সোলাইমানির হত্যাকারীদের জন্য আরো কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে: ইরান
-
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের জন্য আরো কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে। ইরান ও ইরাকের জনগণ তাদের শহীদদের রক্তের বদলা অবশ্যই নেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বুধবার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এসব সতর্কবাণী উচ্চারণ করেন। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়িত্ব স্বীকার করে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে শামখানি বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের হোতাদের শাস্তি না হওয়া পর্যন্ত ইরান ও ইরাকের জনগণ শান্ত হবে না।
গত ৩ জানুয়ারি ইরাক সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেলে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শা’বি বাহিনীর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দু’দেশের আরো কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে বলেন, তার সরাসরি নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে।
শামখানির আগে মঙ্গলবার ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরাকে লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কথা ইরান কখনো ভুলবে না এবং নিঃসন্দেহে আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত হানবে। তিনি তেহরান সফররত ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমির সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। #
পার্সটুডে/এমএমআই/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।